টাঙ্গাইলে গৃহহীনদের ঘর তৈরির জন্য ১১৬ শতাংশ খাস জমি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে মুজিব শতবর্ষে জমিহীন ও গৃহহীনদের ঘর প্রদান উপলক্ষে দখল মুক্তকরণ অভিযান শুরু হয়েছে।

বুধবার ৩০ (ডিসেম্বর) সকালে টাঙ্গাইল সদরের গালা ইউনিয়নে রসূলপুর মৌজায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসকের নির্দেশে অভিযান পরিচালানা করেন টাঙ্গাইল সদরের নির্বাহী অফিসার মো. সাইদুল ইসলাম ও টাঙ্গাইল সদরের সহকারী কমিশনার (ভূমি) মো. খাইরুল ইসলাম।

টাঙ্গাইল সদরের গালা ইউনিয়নে রসূলপুর মৌজায় অভিযান পরিচালনা করে সরকারী জমি দখলমুক্ত করা হয় ১নং খাস খতিয়ানভূক্ত ১১৬ শতাংশ জমি। যার আনুমানিক মূল্য প্রায় চার কোটি টাকা।

এ প্রসঙ্গে টাঙ্গাইল সদরের নির্বাহী অফিসার মো. সাইদুল ইসলাম বলেন, আমরা দুস্থ অসহায়, দরিদ্র ও গৃহহীনদের ঘর করে দিচ্ছি।

সেই জন্য অবৈধভাবে দখলকৃত সরকারী বিভিন্ন খাস জমিগুলো দখল মুক্ত করা হবে।

গালা ইউনিয়নে রসূলপুর মৌজায় ৫০ বছর যাবত ১১৬ শতাংশ জমি অবৈধ ভাবে দখল ছিল; সেই জমি আজ দখল মুক্ত করেছি।

মুজিববর্ষের আমরা ২২৮ ঘর করে দিব। ১১৬ শতাংশ জমির উপর ৫৪টি ঘর করে হবে। পর্যায়ক্রমে বাকী ঘরগুলোর ব্যবস্থা করা হবে।

এ সময় ইউএনও অফিস, ভূমি অফিসসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। সম্পাদনা – অলক কুমার