টাঙ্গাইলের নাগরপুরে পুরাতন ব্যাটারি থেকে সীসা উৎপাদনকারী দুটি অবৈধ কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে সহবতপুর ইউনিয়নের বীর সলিল এলাকায় এলসিন ব্রিজ সংলগ্ন স্থানে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানটি পরিচালনা করেন নাগরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ ভৌমিক। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর মেজর মাসুদ ও পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক বিপ্রব কুমার সূর্যসেন উপস্থিত ছিলেন।
অভিযানে একটি অবৈধ সীসা কারখানা সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয় এবং আরেকটি কারখানায় তালা ঝুলিয়ে সিলগালা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ ভৌমিক জানান, পরিবেশ রক্ষায় অবৈধ ও অননুমোদিত কারখানার বিরুদ্ধে এই অভিযান চলবে নিয়মিত। সেনাবাহিনীর সহযোগিতায় পরিবেশ বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।