
নাগরপুর প্রতিনিধি : নানা আয়োজন ও কর্মসূচীর মাধ্যমে সারা বিশ্বের মতো বাংলাদেশেও উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস।
“করোনাকালে নারীর নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব” প্রতিপাদ্যকে সামনে নিয়ে নাগরপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার উদ্যোগে উপজেলা সভা কক্ষে এ আলোচনা সভা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহান।

আন্তর্জাতিক নারী দিবসের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর, মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা প্রমুখ।
এছাড়াও সভায় অন্যান্য সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। সম্পাদনা – অলক কুমার











