নাগরপুরে জাতীয় দুর্যোগ দিবস-২০২২ পালিত

নাগরপুর প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে নাগরপুরে জাতীয় দুর্যোগ দিবস-২০২২ পালিত হয়েছে।

“মুজিববর্ষের সফলতা দূর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” এই প্রতিপাদ্য সামনে নিয়ে এবারের জাতীয় দুর্যোগ দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে দুর্যোগ মোকাবিলার বিভিন্ন বিষয় গুলো তুলে ধরা হয় সকলের সামনে।

খবরবাংলা

এতে নাগরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. মেহেদি হাসানের নেতৃত্বে একটি অভিজ্ঞ দল ডিসপ্লে মহড়া প্রদর্শন করে দর্শকদের দেখান বিভিন্ন ভাবে লেগে যাওয়া আগুনসহ অন্যান্য দুর্যোগ কিভাবে মোকাবিলা করতে হয়।

এ সময় উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) ওয়াহিদুজ্জামান; উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির; উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মো. আবু বকর; কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস; সহকারী প্রোগ্রাম অফিসার মো. হাবিবুর রহমান; সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন; আনসার ভিডিপি অফিসার রুবি আক্তারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সম্পাদনা – অলক কুমার