ঐতিহাসিক ‘জুলাই অভ্যুত্থান দিবস’-এর বর্ষপূর্তি উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা অফিস কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা চত্বর ও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়। কর্মসূচিতে ইসলামী আন্দোলনের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সেক্রেটারি এবং টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের মনোনীত এমপি পদপ্রার্থী মোহাম্মদ আখিনুর মিয়া বলেন,
“বর্তমানে দেশে দুর্নীতিবাজ, লুটেরা ও দালালদের দাপট চরমে। ভোটাধিকার হরণ, লুটপাট ও ক্ষমতার অপব্যবহার চলছে গায়ের জোরে। ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্ব ছাড়া এ দেশের মুক্তি নেই। নাগরপুর-দেলদুয়ারবাসী যদি আমাকে সুযোগ দেন, আমি ইনসাফ, ন্যায় ও উন্নয়নের রাজনীতি গড়ে তুলব।”
এছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগরপুর উপজেলা শাখার সভাপতি মো. বাবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারি মুফতি আল-আমীন কাসেমী।
বক্তারা বলেন, ‘জুলাই অভ্যুত্থান’ কোনো সাধারণ ঘটনা নয়; এটি অন্যায়ের বিরুদ্ধে এক ঐতিহাসিক প্রতিবাদ—যা সাহস, ত্যাগ ও ইসলামী আদর্শের প্রতীক। নতুন প্রজন্মকে এই চেতনায় উদ্বুদ্ধ করে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে হবে।
এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশের শান্তি, ইনসাফ ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।