নাগরপুর সংবাদদাতা: কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে টাঙ্গাইলের নাগরপুরে ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন, দেবোত্তর বোর্ড গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে নাগরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ উদ্যেগে কেন্দ্রীয় কালী বাড়ি সংলগ্ন টাঙ্গাইল আরিচা আঞ্চলিক মহাসড়কের বটতলায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাগরপুর উপজেলা শাখার উপদেষ্টা রামেন্দ্র সুন্দর বোস, সভাপতি স্বপন কুমার সাহা, সহ-সভাপতি শ্যামল কুমার সাহা রাধু, সাধারণ সম্পাদক রাম কৃষ্ণ সাহা রামাসহ উপজেলা পূজা উদযাপন পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ মানববন্ধনে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন- শামছুল হক- যার নামে আলোকিত টাঙ্গাইল, আওয়ামী লীগ নয়!
এ সময় মানববন্ধনে বক্তারা আওয়ামী লীগ সরকারের নির্বাচনী ইস্তেহারে থাকা সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ন করে তা পাস করার আহ্বান জানান।
এছাড়া সারাদেশের দেবোত্তর সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য দেবোত্তর বোর্ড গঠনের আহ্বান জানান।