নাগরপুরে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

নাগরপুর প্রতিনিধি : “বন্ধ হোক নারী নির্যাতন, নিশ্চিত হোক দেশের উন্নয়ন” এই স্লোগানকে সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে নারী ধর্ষন ও নির্যাতন প্রতিরোধে ১২টি ইউনিয়নে পৃৃথক পৃথক ভাবে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকালে নাগরপুরের পাকুটিয়া ইউনিয়ন পরিষদ হল রুমে ১১নং বিট (পাকুটিয়া ইউনিয়ন) পুলিশ এক আলোচনা সভার আয়োজন করে।

সমাবেশে পাকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান সিদ্দিক সভাপতিত্ব করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাগরপুর থানার পরিদর্শক (ওসি) তদন্ত মো. বাহারুল ইসলাম বাহার

আরও বক্তব্য রাখেন, পাকুটিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো. শামিম খান, নায়েব আলী, নজরুল ইসলাম, কামরুন নাহার কাকলী প্রমুখ।

সমাবেশে নাগরপুর থানার পরিদর্শক (ওসি) তদন্ত মো. বাহারুল ইসলাম বাহার বলেন, বিট পুলিশের উদ্দেশ্য হচ্ছে থানা থেকে দুরবর্তী ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে পুলিশের সেবা পৌঁছে দেওয়া।

সেই সাথে স্থানীয়দের সহায়তায় মাদক, ইভটিজিং বাল্যবিবাহ সহ সকল প্রকার সন্ত্রাস বন্ধ করা।

তিনি আরও বলেন, বিট পুলিশের সেবা পেতে কাউকে কোন প্রকার টাকা দিতে হবে না।

এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ সাধারণ জনগন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এএসআই মো. জহিরুল ইসলাম। সম্পাদনা – অলক কুমার