নাগরপুরে ব্যক্তিস্বার্থে কলেজের ভবন ভেঙ্গে রাস্তা করার প্রচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

নাগরপুরে মানববন্ধন

নাগরপুর প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে ব্যক্তিস্বার্থে ষড়যন্ত্র করে পাকুটিয়ায় বি. সি. আর. জি. ডিগ্রী কলেজের নতুন ভবন ভেঙ্গে নকশা বহির্ভূত রাস্তা করার প্রতিবাদে মানববন্ধন করেছে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

রবিবার (১৯ মার্চ) সকালে কলেজ ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন পাকুটিয়া বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ কলেজের অধ্যক্ষ এস. এম. সোহরাওয়ার্দী, উপাধ্যক্ষ মো. লুৎফর রহমান ও সহকারী অধ্যাপক মো. লিয়াকত হোসেনসহ সকল শিক্ষক কর্মচারীবৃন্দ।

এ সময় আরোও বক্তব্য দেন গভর্নিং বডির সদস্য মো. নজরুল ইসলাম, পাকুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি মো. আব্দুস সালাম খান, পাকুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. শামীম খান, ইউনিয়ন কৃষি কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ (অব.), মো. ওবায়দুর রহমান প্রমুখ। সম্পাদনা – অলক কুমার