কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের নাগরপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহত শিক্ষার্থী-শিক্ষকদের জন্য বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) সকালে নাগরপুর উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা এম এ সালাম, সদস্য শরিফুল ইসলাম আরজু, সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক কিবরিয়া মোল্লা, মো. ফরহাদ হোসেন ডেভিড, সদস্য মো. লিয়াকত হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়াও যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহজাহান সাজু, সদস্য সচিব মো. জিহাদ হোসেন ডিপটি, কৃষক দলের সভাপতি মো. হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান, ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুবুর রাসেল, সদস্য সচিব মো. শাহিদুল ইসলাম মনি, কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. মনির হোসেনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন।
উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান প্রশিক্ষণ মিশন চলাকালে দুর্ঘটনার কবলে পড়ে। এ দুর্ঘটনায় বহু শিক্ষার্থী হতাহত হয়েছেন, যা সারা দেশে শোকের ছায়া ফেলেছে।