নাগরপুরে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী শিশু-কিশোর কল্যাণ সংগঠন নাগরপুর নজরুল সেনা তাদের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। শুক্রবার (১ আগস্ট) আনুষ্ঠানিকভাবে এই কমিটি গঠন করে আহ্বায়ক কমিটি।
রবিউল আউয়াল লাভলুকে প্রধান উপদেষ্টা করে গঠিত ২৫ সদস্যের কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন খন্দকার নুরুল মোমেন কায়েস কোমল, এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আরিফুজ্জামান সোহেল।
এছাড়াও:
- ১১ সদস্যের কার্যকরী সদস্য
- ১২ সদস্যের উপদেষ্টা মণ্ডলী
- ২১ জন সম্মানিত সদস্য
অর্ধশতাধিক সাধারণ সদস্যের তালিকাও প্রকাশ করা হয়।
নাগরপুর নজরুল সেনা, ১৯৭৭ সাল থেকে শিশু-কিশোরদের শিক্ষা, নৈতিকতা, সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলায় অসামান্য ভূমিকা রেখে এসেছে। কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনায় কিছুটা থমকে গেলেও, নতুন প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয়ের হাত থেকে রক্ষা করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে এবার আরও দৃঢ় ও পরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছে সংগঠনটি।
নতুন কমিটি ঘোষণা উপলক্ষে আয়োজিত বৈঠকে বর্তমান প্রেক্ষাপটে সংগঠনটির ভূমিকা, অতীত স্মৃতি এবং আগামীর পরিকল্পনা নিয়ে এক আবেগঘন আলোচনা অনুষ্ঠিত হয়। পরে সকল সদস্য একসাথে রাতের খাবার ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত করেন।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা শিগগিরই ক্রীড়া, বিতর্ক, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সামাজিক সচেতনতামূলক কর্মসূচি হাতে নেবে।