খবর বাংলা ডেস্ক :
নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে পুলিশ এক সন্ত্রাসী মাইনুল ইসলাম পাবেল (৩৭)কে বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে। নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বুধবার (২৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত আনুমানিক ২টা ৩৫ মিনিটে ফতুল্লা শাসনগাঁও সিরাজ বেপারী বাড়ির তিন তলার একটি ফ্ল্যাটের কক্ষে অভিযান চালিয়ে মাইনুল ইসলাম পাবেলকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত পাবেল মৃত ইউনুস মিয়ার ছেলে এবং ফতুল্লা শাসনগাঁও এলাকার স্থায়ী বাসিন্দা।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, নির্বাচনকে সামনে রেখে বিশেষ অভিযান চলছিল। অভিযানে আসামির কাছ থেকে উদ্ধার হয় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং একটি রাউন্ড গুলি। গ্রেপ্তারকৃত পাবেলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











