নারী নির্যাতন মামলায় নাগরপুরের প্রাণী সম্পদ কর্মকর্তা গ্রেপ্তার

নাগরপুর প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম মিলন (৪০)কে গ্রেপ্তার করেছে নাগরপুর থানা পুলিশ।

মঙ্গলবার বিকালে উপজেলা প্রাণী সম্পদ অফিস কার্যালয়ের ২য় তলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সে ভূয়াপুর উপজেলার মমিনপুর গ্রামের মৃত. রমজান আলীর ছেলে। তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান আনিস।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার চৌধুরী বাড়ী সংলগ্ন প্রাণী সম্পদ অফিস কার্যালয়ের ২য় তলার একটি কক্ষে লুকিয়ে ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে নাগরপুর থানায় নিয়ে যাওয়া হয়।

তার বিরুদ্ধে টাঙ্গাইলের নারী ও শিশু আদালতে মামলা হয় (মামলা নং ৩৮১/২০)। ওই দিন ৫টায় তাকে টাঙ্গাইল কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

এব্যাপারে নাগরপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. অনিসুর রহমান আনিস বলেন, নাগরপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।

টাঙ্গাইলের নারী ও শিশু আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নাগরপুর থানায় আসে।

পরে নাগরপুর থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। সম্পাদনা – অলক কুমার