ইনজুরি যেন তার ক্যারিয়ারের চিরসঙ্গী। বারবার চোট পেয়ে মাঠের বাইরে যেতে হয়েছে তাকে। কিন্তু সেই নেইমার জুনিয়র আবারও নিজের সেরা ছন্দে ফেরার লড়াইয়ে নেমেছেন। জাতীয় দলের জার্সিতে ফেরার জন্য তিনি এখন দৃঢ় প্রতিজ্ঞ।
গতকাল (মঙ্গলবার) ব্রাজিলিয়ান ঘরোয়া লিগে জুভেন্টুডের বিপক্ষে ৩-১ গোলের জয়ে সান্তোসের হয়ে দুইটি গোল করে ম্যাচের নায়ক হন নেইমার। ২০২২ সালের আগস্টের পর এই প্রথম তিনি টানা পাঁচটি ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেছেন। ক্লাব পর্যায়ে প্রায় তিন বছর পর জোড়া গোলের দেখা পেলেন এই ফরোয়ার্ড।
এই ম্যাচে উপস্থিত ছিলেন ব্রাজিল ফুটবল ফেডারেশনের বেশ কয়েকজন কর্মকর্তা। ম্যাচশেষে নেইমারকে প্রশ্ন করা হয়—জাতীয় দলে ফেরার বার্তা দিতে পেরেছেন কি না? উত্তরে নেইমার বলেন,
“আমার নিজেকে কারো কাছে প্রমাণ করার কিছু নেই। সবাই জানে আমি কী করতে পারি। আমি এখন পুরোপুরি ফিট। বাকিটা কোচদের সিদ্ধান্ত।”
এদিকে, নেইমারের এমন পারফরম্যান্সে মুগ্ধ হয়ে ইতালিয়ান ক্লাব ইউভেন্টাসের ডিফেন্ডার ব্রেমার জানিয়েছেন, নেইমারকে ইউরোপে, বিশেষ করে ইউভেন্টাসে খেলতে দেখতে চান তিনি।
নেইমারের ইউরোপে ফেরা নিয়ে গুঞ্জন নতুন নয়। পিএসজিতে থাকাকালীনও ইতালির ক্লাবগুলোর সঙ্গে তার নাম জড়িয়েছে। তবে, ইনজুরি ও ফিটনেস ইস্যু বারবার তার জাতীয় দলে ফেরার সম্ভাবনায় বাধা হয়ে দাঁড়িয়েছে।
সর্বশেষ তিনি ২০২৩ সালে উরুগুয়ের বিপক্ষে ভয়ংকর পায়ে চোট পান। সেই ইনজুরির পর দীর্ঘ প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন নেইমার। এখন বিশ্বকাপ বাছাইপর্ব সামনে রেখে নিজেকে প্রস্তুত করছেন নতুন করে।
আগামী ৪ সেপ্টেম্বর চিলির বিপক্ষে এবং ৯ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলবে ব্রাজিল। কোচ কার্লো আনচেলত্তির দলে নেইমার জায়গা করে নিতে পারেন কি না, সেটিই এখন ফুটবলবিশ্বের আলোচনার কেন্দ্রে।