কুয়েত সরকার জিসিসিভুক্ত (গালফ কো-অপারেশন কাউন্সিল) দেশগুলোর বৈধ প্রবাসীদের জন্য ‘অন অ্যারাইভাল ভিসা’ সুবিধা চালু করেছে। নতুন নিয়ম অনুযায়ী, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইনে বৈধ রেসিডেন্স পারমিট থাকা বিদেশিরা কুয়েতে স্থল বা আকাশপথে এসে সরাসরি পর্যটন ভিসা নিতে পারবেন।
কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফ রবিবার (১০ আগস্ট) এই ঘোষণা দেন। এটি সরকারি গেজেট ‘কুয়েত আলিয়ুম’-এ প্রকাশিত হয়েছে।
নতুন নিয়মে, যেকোনো জিসিসি দেশে কমপক্ষে ছয় মাস বৈধ রেসিডেন্স পারমিট থাকলেই প্রবাসীরা কুয়েতে আসার সঙ্গে সঙ্গেই পর্যটন ভিসা গ্রহণের সুযোগ পাবেন।
এই উদ্যোগ প্রবাসী কর্মজীবীদের জন্য ব্যাপক সুবিধা নিয়ে আসবে এবং পর্যটন খাতের গতি বৃদ্ধি করবে। এছাড়াও, জিসিসিভুক্ত দেশগুলোর মধ্যে আন্তঃসীমান্ত ভ্রমণ আরও সহজতর হবে।