বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে অনেকেই সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) নিয়ে আন্দোলন ও কর্মসূচি শুরু করেছেন। তবে গণতন্ত্র শক্তিশালী করতে পিআর কোনো কার্যকরী পদক্ষেপ নয় বলে মন্তব্য করেন তিনি।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ডা. জাহিদ হোসেন বলেন, “গণতান্ত্রিক অধিকারে অনেকেই পিআর চাইতেই পারেন। তবে এটি হতেই হবে—এমন মনোভাব গণতান্ত্রিক নয়। চাপিয়ে দেওয়া কোনোভাবেই গণতন্ত্রের অংশ হতে পারে না।”
তিনি আরও বলেন, জনগণ না চাইলেও জনগণের নামে পিআর দাবি করে আসলে স্বৈরাচারের পথ সুগম করা হচ্ছে এবং নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা চালানো হচ্ছে। জনগণের দাবি আড়ালে দলীয় এজেন্ডা চাপিয়ে দিতে চাইলে তা কখনো সফল হবে না। দেশের সাধারণ মানুষই তা প্রতিহত করবে।
			
    	
		    
                                
                                





							



