প্রধানমন্ত্রীকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করলেন সচিব আনোয়ারুল ইসলাম

নাগরপুর প্রতিনিধি : মুজিববর্ষে প্রধানমন্ত্রীর অঙ্গীকার গৃহহীন থাকবে না কোন পরিবার।

এই ঘোষনাকে সাধুবাদ জানিয়ে প্রধানমন্ত্রীর সরকারি অর্থের পাশাপাশি প্রকল্পের সাথে একাত্মতা ঘোষনা করেন সচিববৃন্দ।

প্রধানমন্ত্রীর নির্দেশে সকল সচিব নিজ উপজেলায় গৃহহীন ২টি পরিবারকে ঘর করে দিবেন।

সেই ধারাবাহিকতায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের কোনড়া গ্রামের কৃতি সন্তান মন্ত্রী পরিষদের সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের নিজ অর্থায়নে ২টি পরিবারকে ঘর করে দেন।

শুক্রবার সকালে জেলা প্রশাসক মো. আতাউল গনি ঘর নির্মাণের কাজ পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর, পাকুটিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ছিদ্দিকুর রহমান ছিদ্দিক, প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা আবু বকর সিদ্দিক, খন্দকার হুমায়ুন কবীর।

পরিদর্শনকালে জেলা প্রশাসক আতাউল গনি বলেন, মুজিববর্ষে প্রধানমন্ত্রীর অঙ্গীকার গৃহহীন থাকবে না কোন পরিবার।

ইতিমধ্যে নাগরপুর ও মিজাপুরের দুই সচিব মহোদয় নিজস্ব অর্থায়নে  নিজ এলাকায় ২টি গৃহহীন পরিবারকে ১টি করে ঘর নির্মাণ করে দিচ্ছেন।

টাঙ্গাইল জেলায় প্রধানমন্ত্রী সরকারি অর্থে ৫৬৪টি গৃহহীন পরিবারকে ঘর করে দিচ্ছেন।

সেই সাথে বেসরকারি ভাবে জেলা আওয়ামী লীগের সহায়তায় ৫০টি, স্থানীয় এমপি, ধনাঢ্য ব্যক্তি, জেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় আমরা আরো ১৪৮টি ঘর নির্মাণ দেওয়ার প্রতিশ্রুতি পেয়েছি।

ইতিমধ্যে জেলা প্রশাসকের পক্ষে থেকে করটিয়ায় দোলনা বেগম নামে এক গৃহহীন পরিবারকে ঘর করে দিয়েছি।

তিনি আরো বলেন, আমি মনে করি টাঙ্গাইল জেলায় গৃহহীনদের ঘর করে দেওয়াটা একটি সামাজিক আন্দোলনে রুপান্তরিত হয়েছে।