নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক বলেছেন, শেখ হাসিনা দেশকে উন্নতির দিকে ধাবিত করেছেন।
সারাবিশ্ব তাঁর প্রশংসা করে।
বঙ্গবন্ধু মাত্র সাড়ে তিন বছর ক্ষমতায় ছিলেন।
বঙ্গবন্ধু যা করতেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই করছেন।
তিনি গরীব, ভূমিহীন ও খেটে খাওয়া মানুষদের জন্য বাসস্থানের জন্য আবাসন প্রকল্প হাতে নিয়েছেন।
বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসকের মাধ্যমে জেলা আ’লীগের পক্ষ থেকে জেলায় ৫০টি ঘর দেওয়া হবে।
ইতিমধ্যে ঘরের জন্য একটি ব্যাংক হিসাব খোলা হয়েছে।
জেলা আ’লীগের গৃহায়ন প্রকল্পের সাথে যারা যুক্ত থাকবেন তারা টাকা জমা দিলে পরিপূর্ণতা আসবে।
শুক্রবার বিকেলে পৌর এলাকার দিঘুলিয়ায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে টাঙ্গাইল জেলা আ’লীগের উদ্যোগে গৃহহীনদের গৃহ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এই দিঘুলিয়ায় রাজনীতির জন্য একটা পবিত্র স্থান।
এইখানে আমাদের মহান নেতা মির্জা তোফাজ্জল হোসেন মুকুল যদি জন্মগ্রহণ না করতেন, তাহলে টাঙ্গাইলে আ’লীগে কি হতো সেটা বলা মুশকিল।
তিনি ছাত্রজীবন থেকে শুরু করে সারাটা জীবন আ’লীগের জন্য নিবেদিত ছিলেন।
আ’লীগের জন্মলগ্ন থেকে কয়েকজন মানুষ আমাদের দৃষ্টিচক্ষুর মধ্যে আবদ্ধ।
তাদের মধ্যে মির্জা তোফাজ্জল হোসেন প্রথম কয়েকজনের একজন।
আরো ছিলেন নওশের আলী ও আলী হোসেন ফকির।
দিঘুলিয়া এলাকায় আ’লীগের দপ্তর ও প্রচার সম্পাদক মরহুম নওশের আলীর বাড়ীতে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের এমপি মো. ছানোয়ার হোসেন, জেলা প্রশাসক আতাউল গণি।
আরো ছিলেন, জেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, স্থানীয় সরকারের উপ-পরিচালক শরীফ নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন আইয়ুবী তানভীর, জেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক নাহার আহমেদ, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম খান, শহর আ’লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর, জেলা বাস-কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন শহর আ’লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ।