বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য উল্লেখ করে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, “যাদের রক্ত-ঘামে দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে, তাদের সুরক্ষা ও সেবা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। দূতাবাসের দায়িত্বে অবহেলা করলে জবাবদিহি নিশ্চিত করতে হবে।”
রবিবার (১১ মে) মালয়েশিয়ার কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকায় এবি পার্টির মালয়েশিয়া শাখা আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, “দেশের কৃষক ও প্রবাসীদের রেমিট্যান্স নির্ভর অর্থনীতি দাঁড়িয়ে আছে প্রান্তিক মানুষের উপর। অথচ এসব মানুষই দূতাবাসে সঠিক সময়মতো সেবা পাচ্ছে না। পাসপোর্ট নবায়ন থেকে শুরু করে শ্রম বাজার খোলা পর্যন্ত সবকিছুতেই গড়িমসি চলছে।”
সভায় সভাপতিত্ব করেন এবি পার্টির মালয়েশিয়া শাখার আহ্বায়ক ড. মুহাম্মদ বেলাল হোসাইন। সঞ্চালনায় ছিলেন সদস্যসচিব ড. সোহেল মাসুদ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নারী বিষয়ক সম্পাদক শবনম রহমান, এনসিপি মালয়েশিয়া শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার এনামুল হক, যুগ্ম আহ্বায়ক ড. মঈনুদ্দিন খন্দকার ও বিশিষ্ট ব্যবসায়ী দাতুক হাজী সারোনি।