প্রবাসী কর্মীদের প্রতিবন্ধী সন্তানদের আর্থিক সহায়তা দিতে আবেদন আহ্বান করেছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড (WEWB)। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন এই সংস্থা একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আবেদনকারীদের সন্তান প্রতিবন্ধী হতে হবে এবং সংশ্লিষ্ট কর্মীকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য হতে হবে।
যেসব প্রবাসী বিএমইটির বহির্গমন ছাড়পত্র ও কল্যাণ বোর্ডের সদস্যপদ গ্রহণ করেছেন অথবা যেসব মৃত কর্মীর পরিবার আর্থিক অনুদান পেয়েছে, তারা এই সুবিধার জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিতদের প্রতিবন্ধী সন্তানের জন্য মাসিক ১ হাজার টাকা করে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত সর্বমোট ৬০ হাজার টাকা ভাতা দেওয়া হবে। এই ভাতা কার্যকর হবে ১ জানুয়ারি ২০২৫ থেকে।
আবেদনপত্র অনলাইনে https://portal.wewb.gov.bd ওয়েবসাইটে অথবা সরাসরি ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রধান কার্যালয়, ওয়েলফেয়ার সেন্টার বা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস থেকে সংগ্রহ করা যাবে। আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ জমা দিতে হবে আগামী ৩ জুন ২০২৫-এর মধ্যে।
আবেদনপত্রের সঙ্গে যেসব কাগজপত্র দিতে হবে:
প্রতিবন্ধী সন্তানের পাসপোর্ট সাইজের ছবি (অনলাইনে ১ কপি, সরাসরি ২ কপি)
মা–বাবার পাসপোর্টের ফটোকপি
বিএমইটির বহির্গমন ছাড়পত্রের অনুলিপি
এনওসি (মৃত প্রবাসীর ক্ষেত্রে)
সুবর্ণ নাগরিক কার্ডের অনুলিপি
আবেদনকারী মা-বাবার ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট (রাউটিং নম্বরসহ)
যারা ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত এই ভাতা পেয়েছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
যোগাযোগ:
কোনো তথ্যের জন্য প্রবাসবন্ধু কলসেন্টারে যোগাযোগ করুন:
বাংলাদেশ থেকে: ১৬১৩৫ (টোল ফ্রি)
বিদেশ থেকে: +৮৮০ ৯৬১০১০১০৩০