ফরিদপুরের আলফাডাঙ্গায় মাত্র ৫ মিনিটের একটি কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের সময় বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে প্রায় ৭-৮টি গ্রামে ৮ ঘণ্টার বেশি সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল।
সোমবার (২১ এপ্রিল) সকাল ১১টার দিকে শুরু হওয়া এই ঝড়ে উপজেলার সদর ইউনিয়নের ধলেরচর, শুকুরহাটা, ব্রাম্মণজাটিগ্রাম, বিদ্যাধর এবং পৌরসভার কুসুমদি, মিঠাপুর, শ্রীরামপুর ও বাকাইল এলাকায় তাণ্ডব চালায়।
পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হারুন অর রশিদ জানান, ঝড়ে ঘরবাড়ি ও গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়।
ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির কারিগরি ডিজিএম সজিব পাল বলেন, বিদ্যুতের খুঁটি ভেঙে পড়া ও গাছপালা লাইনের ওপর পড়ায় সংযোগ বন্ধ হয়। দ্রুত সময়ের মধ্যেই মেরামতের কাজ চলছে।
আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।