আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ভূঁইয়া ফুয়াদ বলেছেন, জুলাইয়ের ঘোষণাপত্রে কিছু রাজনৈতিক দলকে সন্তুষ্ট করার জন্য কাজ করা হয়েছে এবং আওয়ামী লীগের বয়ান দিয়ে চব্বিশতম সংশোধনীকে অবমূল্যায়ন করা হয়েছে।
শনিবার (৯ আগস্ট) রাজধানীর বিজয়নগরে দলীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব মন্তব্য করেন।
ফুয়াদ বলেন, সংবিধানের ৭-এর ক অনুচ্ছেদের আওতায় যারা ঐক্যমত্য কমিশনে আছেন তারা সবাই রাষ্ট্রদ্রোহী। জুলাই ঘোষণাপত্র আইনগতভাবে বাস্তবায়ন করতে হবে এবং সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে প্রোক্লেমেশন জারি করা উচিত। অন্যথায় অনেক নেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, নির্বাচন কমিশন ভালো নির্বাচন পরিচালনা করতে পারবে কিনা সে বিষয়ে সন্দেহ রয়েই গেছে। বর্তমানে কমিশনের কার্যক্রম সন্তোষজনক নয় এবং নির্বাচনের ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে কেন্দ্রিক সহিংসতা বাড়ার আশঙ্কা রয়েছে। তবে ভোটের তারিখ নিয়ে কোনো দ্বিধা নেই। এছাড়া প্রশাসনে এখনও অনেক স্থানীয় কর্মকর্তা আছেন যাদের নিয়োগ আওয়ামী লীগের।