একই দিনে দুই তারকার নতুন সিনেমা মুক্তি মানেই স্বাভাবিকভাবে বক্স অফিসে তীব্র প্রতিযোগিতা। চলতি বড়দিনে দেবের ‘প্রজাপতি ২’ এবং শুভশ্রীর ‘লহ গৌরাঙ্গের নাম রে’ একসঙ্গে মুক্তি পেতে যাচ্ছে, যা দর্শক ও সমালোচকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে।
সোমবার (২৪ নভেম্বর) একই দিনে দুটি ছবির গানও প্রকাশিত হয়েছে—‘প্রজাপতি ২’ এর ‘ফুটবেই বিয়ের ফুল রে’ এবং ‘লহ গৌরাঙ্গের নাম রে’ এর ‘দেখো দেখো কানাইয়ে’। গান দুটির প্রকাশ পরপরই দর্শকের মধ্যে সাড়া ফেলেছে। শুভশ্রীর নতুন লুক দর্শককে আকর্ষণ করেছে, আর দেবের গানে ফিরেছে পুরনো দিনের নস্টালজিয়ার আবহ।
প্রজাপতি ২: দেব ও মিঠুন চক্রবর্তী আবারও একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন। দেবের বিপরীতে থাকছেন জ্যোতির্ময়ী। গল্পে একজন সিঙ্গেল বাবার জীবনসংগ্রাম এবং ছেলেকে ঘিরে তার দুশ্চিন্তার বিষয় ফুটে উঠবে।
লহ গৌরাঙ্গের নাম রে: শুভশ্রীর সঙ্গে অভিনয় করছেন যীশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, পাওলি দাম, প্রিয়াঙ্কা সরকার, পার্থ ভৌমিক ও আরাত্রিকা মাইতি। মহাপ্রভু শ্রীচৈতন্যর চরিত্রে থাকছেন দিব্যজ্যোতি দত্ত।
এছাড়া কোয়েল মল্লিকও বড় পর্দায় ফিরছেন ‘মিতিন মাসী’ চরিত্রে। দর্শক এখন অপেক্ষায়, কোন ছবি বড়দিনে বেশি দর্শক টানতে পারবে। দেব ও শুভশ্রীর এই দ্বৈরথ ইতিমধ্যেই শুরু হয়েছে।











