বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, “গত ১৬ বছরের ধারাবাহিক আন্দোলনের ফলেই ২৪-এর গণ-অভ্যুত্থান সম্ভব হয়েছে। বারবার বিজয় এলেও তা ছিনিয়ে নেওয়া হয়েছে। এখন প্রয়োজন ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্য।”
শনিবার (২ আগস্ট) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ‘ডিবেট ফর ডেমোক্রেসি’-র আয়োজনে এক ছায়া সংসদে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
নজরুল ইসলাম বলেন, “২০২৪ সালের অভ্যুত্থানের বীরদের আমরা সম্মান করি। তারা রক্ত দিয়ে আমাদের আকাঙ্ক্ষিত পরিবর্তনের পথ তৈরি করেছে। দুর্নীতি ও ফ্যাসিবাদ রোধে এ ঐক্য আরও গভীর করতে হবে।”
তিনি আরও বলেন, “বিএনপি, জামায়াত, এনসিপিসহ আমরা সবাই গণতান্ত্রিক দল। তাই নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই। আমরা চাই দ্রুত নির্বাচন হোক। নির্বাচনে বিজয়ী হলে আমাদের আন্দোলনের সব অংশীদারদের নিয়ে একটি জাতীয় ঐক্য সরকার গঠন করবো।”
এ সময় তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে “দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে” লিপ্ত থাকার অভিযোগ তুলে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।