বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন- ফ্যাসিবাদ (শেখ হাসিনা) আমলে আমাদের অসংখ্য নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে, খুনের হয়েছে ও ঘুম হয়েছে এবং অনেকেই ঘর ছাড়া ছিল, বাড়ি ছাড়া ছিল, রাস্তায় ঈদ করেছে। তিনি বলেন- কেউ মাঠে ঘুমিয়েছে, গাছে ঘুমিয়েছে। ফ্যাসিবাদ এ দেশের মানুষের ওপরে সর্বোচ্চ জুলুম নির্যাতন করেছে সর্বশ্রেণী মানুষের প্রতি। আজকে সেই ফ্যাসিবাদ বিদায় হয়েছে ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে দিয়ে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে।
সোমবার (৩১ মার্চ) সকালে টাঙ্গাইলে পৌর শহরের কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদ-উল-ফিতরের জেলার প্রধান জামাতে নামাজ আদায় শেষে সাংবাদিক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিএনপির এই নেতা আরও বলেন- আজকে আমরা মুক্ত আবহাওয়ায় একটি ঈদ উদযাপন করছি, সত্যি ভালো লাগার বিষয় এবং আনন্দের বিষয়। সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই দেশটিকে গড়ে তুলবো, এটিই হচ্ছে আমাদের প্রত্যাশা।
এ সময় টাঙ্গাইল জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে জেলার প্রধান ঈদের জামাতে জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনসহ জেলার নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন।