বঙ্গবন্ধুর সম্মান অম্লান রাখতে গোপালপুরে প্রতিরোধ সমাবেশ

গোপালপুর প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে “জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান” শ্লোগানে টাঙ্গাইলের গোপালপুরে প্রতিরোধ সমাবেশ করেছে, উপজেলার সকলস্তরের সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

শনিবার (১২ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে পৌরশহরের বিআরডিবি মাঠে অনুষ্ঠিত এ প্রতিরোধ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবু হানিফ, সিনিয়র মৎস কর্মকর্তা শাহজাহান কবীর, কৃষি কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, গোপালপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম আকন্দ, প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম রুমী, উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মুজিবুল হক মিলন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধু দেশকালের বেড়াজাল পেরিয়ে বিশ্বজনীন মুক্তির প্রতীক।

তাঁর সম্মান রক্ষার দায়িত্ব ধর্ম-বর্ণ নির্বিশেষে পুরো জাতির।

বিভ্রান্ত হয়ে যারা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধুর অবমাননা করছে, তারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অস্বীকার করছে।

স্বাধীনতার ৫০ বছর পূর্তির প্রাক্কালে উগ্রতা ও মৌলবাদের এমন অন্যায় আস্ফালন মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী।

পরে সমাবেশে উপস্থিত সরকারের বিভিন্নস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ, জাতির পিতার সম্মানহানির সঙ্গে জড়িতদের সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে।

সমাবেশে এ ধরণের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রকারীদের সম্মিলিতভাবে প্রতিহতের প্রতিজ্ঞা করেন।