বরিশাল বিভাগের অবকাঠামোগত উন্নয়ন ও দরিদ্র্যতা দূরীকরণের দাবিতে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে এবি পার্টি। সোমবার (২৮ এপ্রিল) দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এই স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে পদ্মা সেতুর পরবর্তী অংশে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ৬-৮ লেনের সড়ক প্রকল্পের পুনরায় বরাদ্দ, মীরগঞ্জে একটি সেতু নির্মাণ, ফেরিঘাটে ইজারা বন্ধ, বরিশালসহ আশপাশের এলাকায় পর্যটন, মৎস্য শিল্প ও অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা, বেকার যুবকদের প্রশিক্ষণ, কৃষি ঋণ মওকুফসহ একাধিক দাবি তুলে ধরা হয়।
দলটির পক্ষে আরও উপস্থিত ছিলেন গাজী নাসের, আবু বক্কর সিদ্দিক ও আমানুল্লাহ খান নোমান। উপদেষ্টারা এসব দাবির যৌক্তিকতা মেনে নিয়ে বাস্তবায়নের আশ্বাস দেন।