জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের যুক্ত করা হয়েছে— যা বাংলাদেশে রাজনৈতিক সহাবস্থানের নতুন দৃষ্টান্ত হিসেবে দেখছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। যমুনা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মতপার্থক্য ও ভিন্ন রাজনৈতিক দর্শন থাকলেও দেশের স্বার্থে সবাই একসঙ্গে কাজ করতে প্রস্তুত।
তিনি জানান, নিউইয়র্কে সফরের সময় কিছু বিব্রতকর পরিস্থিতি তৈরির চেষ্টা হলেও প্রধান উপদেষ্টা জাতিসংঘের মঞ্চে পরিষ্কারভাবে বলেছেন— বাংলাদেশে আর কোনো স্বৈরশাসন বা নির্যাতনের রাজনীতি ফিরে আসতে দেওয়া যাবে না।
আখতার হোসেনের মতে, এই সফর প্রমাণ করেছে যে রাজনৈতিক দলগুলোর এজেন্ডা আলাদা হতে পারে, কিন্তু বাংলাদেশ প্রশ্নে সবাই অভিন্ন অবস্থানে রয়েছে। তিনি মনে করেন, সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র নিশ্চিত করতে ভিন্ন মতের দলগুলোর একসঙ্গে কাজ করাই হবে আগামীর রাজনীতির ভিত্তি।
তার ভাষায়, রাজনৈতিক আলাপের বাইরে থেকেও নেতাদের এক হতে দেখা— জাতিসংঘ সফর সেই সহাবস্থানের বাস্তব উদাহরণ।