পাকিস্তান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে পৌঁছেছেন। রবিবার (৯ নভেম্বর) বনানীর নৌবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন।
সদর দপ্তরে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনী প্রধান তাকে স্বাগত জানান। এ সময় নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন করেন ও অভিবাদন গ্রহণ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সাক্ষাৎকালে দুই নৌপ্রধান পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি নৌবাহিনীর পেশাগত ও প্রশিক্ষণ সহযোগিতা নিয়ে আলোচনা করেন। বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও জোরদারে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তারা।
এ সময় পাকিস্তান হাইকমিশনার, ডিফেন্স অ্যাটাশে, পাকিস্তান নৌবাহিনীর প্রতিনিধিদল এবং বাংলাদেশ নৌবাহিনী সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে, অ্যাডমিরাল নাভিদ আশরাফ শিখা অনির্বাণে ফুল দিয়ে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। একই দিনে তিনি বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।
সফরকালে তিনি বিমানবাহিনী প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট এবং চট্টগ্রামের নৌ প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন।
এদিকে, পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধজাহাজ পিএনএস সাইফ বর্তমানে চট্টগ্রামে শুভেচ্ছা সফরে অবস্থান করছে। জাহাজের নৌ-সদস্যরা নেভাল একাডেমি, নৌঘাঁটি ও চট্টগ্রামের গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করবেন। বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও এই জাহাজ পরিদর্শনের মাধ্যমে পেশাগত অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন।
সফর শেষে আগামী ১২ নভেম্বর পাকিস্তান নৌবাহিনী প্রধান ও পিএনএস সাইফ বাংলাদেশ ত্যাগ করবে।











