বাল্য বিবাহ ও যৌন হয়রানীর বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে টাঙ্গাইলের ধনবাড়িতে অনুষ্ঠিত হয়েছে মেয়েদের প্রীতি ফুটবল প্রতিযোগিতা। বৃহস্পতিবার বিকেলে নবাব ইন্সটিটিউশন মাঠে অনুষ্ঠিত এ প্রীতি ম্যাচে অনুর্ধ্ব ১০ ও অনুর্ধ্ব ১৪ মেয়েদের চারটি দল অংশগ্রহন করে। খেলা উপভোগ করতে মাঠে প্রচুর সংখ্যক দর্শক উপস্থিত হয়ে ক্ষুদে খেলোয়ারদের উৎসাহ দেয়।
উত্তরন শতকোটি বাংলাদেশের উদ্যোগে ব্যতিক্রমী এ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে যৌথভাবে ভুমিহীন সংগঠন ও নিজেরা করি।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রাক্তন খেলোয়ার কানন, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সাবেক সভানেত্রী রাফিয়া আক্তার ডলি, নিজেরা করি কার্যকরী পরিষদের সহ-সভাপতি প্রফেসর রওশন আরা ফিরোজ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি।
খেলা শেষে সকল খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।