জাতীয় পাট দিবসে টাঙ্গাইলে র‌্যালি ও আলোচনা সভা

‘সোনালী আশের সোনার দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় পাট দিবস উপলক্ষে টাঙ্গাইলে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুণরায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে অতিরিক্ত জেলা (সার্বিক) মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে জেলা প্রশাসনের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার আনোয়ার হোসেন, পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক রতন সিদ্দিকী, পাট চাষী ও পাট ব্যবসায়ী ইব্রাহিম মিয়া, চাল ব্যবসায়ী আকবর আলী প্রমুখ।

এসময় ডেপুটি নেজারত কালেক্টর রোকনুজ জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।