বাসাইলে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২

বাসাইলে ডাকাতির প্রস্তুতিকালে আটক ডাকাত

বাসাইল প্রতিনিধি : টাঙ্গাইলের বাসাইলে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের হাবলা ইউনিয়নের গুল্ল্যা এলাকা থেকে দুইজনকে আটক করা হয়।

শনিবার (১৯ নভেম্বর) দুপুরে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃত তুষার আহমেদ(২৩) উপজেলার হাবলা ইউনিয়নের বাঐখোলা গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে ও নাঈম (২০) একই উপজেলার হাবলা ইউনিয়নের মটরা গ্রামের নুরুল ইসলামের ছেলে।

আরো পড়ুন – ভূঞাপুরে যুবলীগ নেতার নেতৃত্বে হিন্দুদের বাড়িঘর-মন্দিরে ভাঙচুর

পুলিশ জানায়, শুক্রবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুল্যা এলাকায় ৪-৫ জনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।

এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে দুই ডাকাত সদস্যকে আটক করা গেলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য সদস্যরা পালিয়ে যায়।

আটকদের কাছ থেকে একটি সিলভার রংয়ের ষ্টীলের তৈরি পিস্তল (খেলনা পিস্তল), একটি ধারালো চাকু ও একটি কেচি উদ্ধার করা হয়েছে।

আরো পড়ুন – টাঙ্গাইলে অজ্ঞাত নারীর মস্তকবিহীন দেহের টুকরো টুকরো অংশ উদ্ধার

এ ব্যাপারে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, শুক্রবার দিবাগত রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুল্যা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে আটক করা হয়েছে।

শনিবার দুপুরে বাসাইল থানার এসআই মোহাম্মদ ওয়াজেদ আলী বাদী হয়ে মামলা দায়ের করেন। সম্পাদনা – অলক কুমার