বাসাইল প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে সড়ক ভেঙে প্রায় ৮টি গ্রামসহ বিস্তির্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
এছাড়াও সড়ক পথে যাতায়াতও বন্ধ রয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন অসংখ্য মানুষ।
শনিবার (১৮ জুন) বিকেলে বাসাইল উপজেলার আন্ধিরাপাড়া-বালিনা সড়কের বালিনা উত্তরপাড়া এলাকায় সড়কটি ভেঙে যায়।
স্থানীয়রা জানান, গত দুইদিন ধরে বাসাইল উপজেলা আন্ধিরাপাড়া-বালিনা সড়কের বালিনা উত্তরপাড়া এলাকার সড়কটির ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল; পরে অতিরিক্ত স্রোতের কারণে সড়কটি ভেঙে যায়।
আরো পড়ুন – টাঙ্গাইলে যমুনায় বাড়ছে পানি, ভাঙছে ঘরবাড়ি
এছাড়াও রবিবার সকালে আন্ধিরাপাড়ায় আরও তিনটি স্থানে সড়ক ভেঙে যায়।
দুইদিনে প্রবল বেগে পানি প্রবেশ করে উপজেলার বালিনা, আন্ধিরাপাড়া, আদাজান, কাঞ্চনপুর ও কোদালিয়াপাড়াসহ কয়েকটি এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
এ সড়ক দিয়ে যাতায়াতও বন্ধ রয়েছে। ফলে কয়েকটি গ্রামের মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিকল্প হিসেবে মানুষ নৌকা দিয়ে যাতায়াত করছে।
উপজেলার বালিনা দাখিল মাদরাসার প্রধান শিক্ষক মো. সোলাইমান বলেন, ‘এ সড়কটির চারটি জায়গায় ভেঙে গেছে।
এ কারণে যাতায়াত বন্ধ রয়েছে। শিক্ষার্থীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে রয়েছে।’
আরো পড়ুন – “কেউ কথা রাখে নি”-শুধু নিজের ভোটই যার সম্বল!!
পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম বলেন, ‘সড়কটির চারটি জায়গায় ভেঙে গেছে।
সড়ক দিয়ে পানি প্রবেশ করে বালিনা, আদাজান, ভোরপাড়া, আন্ধিরাপাড়া, কাঞ্চনপুরসহ ৮টি গ্রামের নিম্নাঞ্চল ডুবে গেছে। এখন নৌকা নিয়ে যাতায়াত করতে হচ্ছে।’ সম্পাদনা – অলক কুমার