টাঙ্গাইলের বাসাইল উপজেলা সদরের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন কসমেটিকস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যবসায়ীকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অভিযানে সহযোগিতা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, টাঙ্গাইল এবং বাসাইল সেনাবাহিনী ক্যাম্প।
অভিযান সম্পর্কে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা বলেন, “ভেজাল ও মেয়াদোত্তীর্ণ প্রসাধনী বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”