টাঙ্গাইলের করটিয়া সরকারি সা’দত কলেজের অন্তর্ভুক্ত বাসাইল উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। মুসলিমুর রহমানকে সভাপতি এবং কামরুজ্জামানকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য ৯১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার রাতে কমিটি ঘোষণা করা হয় কলেজের উপদেষ্টা জাহিদ মিয়া, মাহাতাব হাসান ও রবিউল হাসান এর স্বাক্ষরিত প্যাডে। কমিটিতে আল মমিনসহ ১৩ জনকে সহ সভাপতি, মনির হোসাইনসহ ৭ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক, এবং শাহিন আহমেদসহ ৯ জনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
এছাড়া, ইমন মিয়াকে দপ্তর সম্পাদক এবং চারজনকে সহ-দপ্তর সম্পাদক করা হয়েছে। প্রচার সম্পাদক হিসেবে মাহমুদুল হাসান, সহ-প্রচার সম্পাদক দুইজন, তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুর রহমানসহ চারজন। নারী বিষয়ক সম্পাদক হিসেবে ইনিয়া ইসলাম মনি, সহ-নারী বিষয়ক সম্পাদক রিয়া আক্তার, ক্রীড়া সম্পাদক মাসুদ হাসান ও দুইজন সহ-ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন।
দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক সৌরভ আহমেদ, সহ-দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক জাহিদ হাসান ও দুইজন সহ-ছাত্র বিষয়ক সম্পাদক করা হয়েছে। এছাড়া আইরিন আক্তার কনা সহ আরও ৩৫ জনকে কার্যকরী সদস্য করা হয়েছে।