বাহরাইনের গ্যালালিতে বিএনপির আঞ্চলিক শাখার নবগঠিত কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) সন্ধ্যায় গ্যালালির একটি কমিউনিটি সেন্টারে জাতীয় পতাকা উত্তোলন ও দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
নতুন কমিটিতে আনোয়ার হোসেন সভাপতি, হুমায়ুন আবু জাহের সাধারণ সম্পাদক এবং এস.এম. জালাল আব্দুল আজিদ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। নবগঠিত ১৩৬ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেন বাহরাইন বিএনপির সভাপতি ফয়সাল মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ উড়িষ্যা।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মধ্যপ্রাচ্য অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নেতা আহমেদ আলী মুকিব। উপস্থিত ছিলেন বাহরাইন বিএনপির সহ-সভাপতি আকবর হোসেন কচিসহ কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ।
নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাহরাইন বিএনপির প্রধান উপদেষ্টা সাবেক আহমেদ, উপদেষ্টা খ.ম. আশরাফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন এবং সহ-সাংগঠনিক সম্পাদক সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী।
অনুষ্ঠানে যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও মহানগর বিএনপির নেতাকর্মীরাও অংশ নেন।