দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বিএনপি নেতা আমান উল্লাহ আমান এবং তার স্ত্রী সাবেরা আমানের সাজার রায় বাতিল করেছেন দেশের সর্বোচ্চ আদালত। বুধবার (২৯ এপ্রিল) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
মামলার পক্ষে শুনানি করেন দুদকের আইনজীবী আসিফ হাসান এবং আমান দম্পতির পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রায়ের পর মাহবুব উদ্দিন খোকন জানান, “এই রায়ের মাধ্যমে আমার মক্কেল সম্পূর্ণভাবে খালাস পেয়েছেন। আগের রায় বাতিল করে হাইকোর্ট যে খালাস দিয়েছিল, দুদক সেই রায়ের বিরুদ্ধে আপিল করেছিল, যা আজ আপিল বিভাগ খারিজ করে দিয়েছে।”
এর ফলে আমানউল্লাহ আমানের নির্বাচনে অংশগ্রহণে আর কোনো আইনি বাধা থাকছে না বলে জানিয়েছেন তার আইনজীবী।
উল্লেখ্য, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ৬ মার্চ ঢাকার কাফরুল থানায় আমান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করে দুদক। ওই বছরের ২১ জুন একটি বিশেষ জজ আদালত আমানকে ১৩ বছর এবং তার স্ত্রী সাবেরাকে ৩ বছর সশ্রম কারাদণ্ড দেন। পরে তারা হাইকোর্টে আপিল করলে ২০১০ সালে খালাস পান। দুদক এরপর আপিল বিভাগে আবেদন করলে আদালত ২০১৪ সালে পুনঃশুনানির নির্দেশ দেন।
আজকের রায়ের মধ্য দিয়ে দীর্ঘ প্রায় ১৭ বছরের পুরনো মামলার চূড়ান্ত নিষ্পত্তি ঘটল।