অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সংস্থাটির উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান আজ বৃহস্পতিবার কমিশনের সমন্বিত জেলা কার্যালয়-১-এ এই মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, তৌফিক ইমরোজ খালিদী চারটি ব্যাংকের বিভিন্ন হিসাবে ৪২ কোটি টাকা জমা রেখেছেন। যার বৈধ কোনো উৎস নেই। এই টাকা তিনি প্রতারণার মাধ্যমে ভুয়া কাগজপত্র সৃষ্টি করে অবৈধ প্রক্রিয়ায় অর্জন করেছেন মর্মে তথ্য-উপাত্তে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে গত বছরের ৫ নভেম্বর তৌফিক ইমরোজ খালিদীকে তলব করে চিঠি দেয় দুদক। শুরু থেকেই তিনি এই অভিযোগ অস্বীকার করে আসছিলেন।
তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৮ ডিসেম্বর আদালত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিষ্ঠানের নয়টি এফডিআর (স্থায়ী আমানত) ও তৌফিক ইমরোজ খালিদীর নামে বিভিন্ন ব্যাংকে করা ১৩টি এফডিআর (স্থায়ী আমানত) অ্যাকাউন্ট ফ্রিজের আদেশ দেন।
সংস্থাটির উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান আজ বৃহস্পতিবার কমিশনের সমন্বিত জেলা কার্যালয়-১-এ এই মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, তৌফিক ইমরোজ খালিদী চারটি ব্যাংকের বিভিন্ন হিসাবে ৪২ কোটি টাকা জমা রেখেছেন। যার বৈধ কোনো উৎস নেই। এই টাকা তিনি প্রতারণার মাধ্যমে ভুয়া কাগজপত্র সৃষ্টি করে অবৈধ প্রক্রিয়ায় অর্জন করেছেন মর্মে তথ্য-উপাত্তে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে গত বছরের ৫ নভেম্বর তৌফিক ইমরোজ খালিদীকে তলব করে চিঠি দেয় দুদক। শুরু থেকেই তিনি এই অভিযোগ অস্বীকার করে আসছিলেন।
তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৮ ডিসেম্বর আদালত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিষ্ঠানের নয়টি এফডিআর (স্থায়ী আমানত) ও তৌফিক ইমরোজ খালিদীর নামে বিভিন্ন ব্যাংকে করা ১৩টি এফডিআর (স্থায়ী আমানত) অ্যাকাউন্ট ফ্রিজের আদেশ দেন।
সূত্র: ntv