বিনা দোষে কারাভোগ করা জাহালমকে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ হাইকোর্টের

ডেস্ক নিউজ : ভুল আসামী হয়ে বিনা দোষে কারাভোগ করতে বাধ্য হওয়া পাটকল শ্রমিক জাহালমকে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার জন্য ব্র্যাক ব্যাংককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতিএআএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার (৩০ সেপ্টেম্বর) এই আদেশ দেন।

এক মাসের মধ্যে ব্র্যাক ব্যাংককে এই অর্থ পরিশোধ করতে হবে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আবদুল্লাহ আল মাহমুদ বাসার সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

‘ভুল আসামি’ হয়ে দুদকের ২৬ মামলায় তিন বছর কারাগারে থাকার পর হাইকোর্টের আদেশে ২০১৯ সালের ৩রা ফেব্রুয়ারি মুক্তি পান জাহালম।

আবু সালেক নামে একজনের বিরুদ্ধে সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির ২৬টি মামলা রয়েছে।

সেই মামলায় আবু সালেকের বদলে কারাভোগ করতে বাধ্য হন জাহালম।

এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর হাইকোর্ট তাকে মুক্ত করার আদেশ দেন।

কে এই জাহালম?

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার জাহালম ছিলেন একজন পাটকল শ্রমিক এবং কাজ করতেন নরসিংদীর একটি পাটকলে।

দুর্নীতি দমন কমিশনের এ মামলার জের ধরে নরসিংদী থেকে তাকে আটক করা হয়েছিলো আবু সালেক হিসেবে।

ব্যাংক জালিয়াতির মামলায় একজন আসামী ছিলো আবু সালেক।

পরে মানবাধিকার কমিশনের তদন্তে বেরিয়ে আসে জাহালম নিরপরাধ এবং তিনি আবু সালেক নন।

এর ধারাবাহিকতায় আদালতের নির্দেশে সব মামলা থেকে অব্যাহতি পায় জাহালম। পরে চলতি বছরের ৩রা ফেব্রæয়ারি মুক্তি পান জাহালম।