নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে ‘বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২৩’ এ ‘ দুর্মর-২২’ শিরোপা জিতেছে।
শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত চূড়ান্ত ম্যাচে তারা জলন্ত-২৪ দলকে পরাজিত করে।
খেলার প্রথমার্ধে জলন্ত-২৪ দলের রিয়াদ একটি গোল করে দলকে এগিয়ে নেন।
দ্বিতীয়ার্ধে দুর্মর-২২ এর গিয়াস গোল পরিশোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনেন।
এরপর কোন পক্ষই গোল করতে পারেনি। পরে ট্রাইব্রেকারে দুর্মর-২২ পাঁচ গোল এবং জলন্ত-২৪ তিন গোল করে।
আরও পড়ুন- টাঙ্গাইলে বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়নশীপ শুরু
সন্ধ্যায় প্রধান অতিথি হিসেব বিজয়ী দলকে ট্রফি প্রদান করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর সদস্য মামুনুর রশীদ।
অনুষ্ঠানে বিবেকানন্দ হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনন্দ মোহন দে, আয়োজক কমিটির চেয়ারম্যান কামনাশীষ শেখর বক্তৃতা করেন।
এসময় প্রাক্তন কৃতি ফুটবল খেলোয়াররা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অনিক রহমান বুুলবুল।
প্রসঙ্গত, টাঙ্গাইল শহরের বিবেকানন্দ হাইস্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের সমন্বয়ে ‘বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২৩’ আয়োজন করা হয়।
এতে ওই প্রতিষ্ঠানের প্রাক্তন ১৪টি ব্যাচ অংশ নেয়। শুক্রবার সকালে টাঙ্গাইল স্টেডিয়ামে ম্যাচের উদ্বোধন করেন সংসদ সদস্য ছানোয়ার হোসেন।
এর আগে বুধবার বিবেকানন্দ হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে অংশগ্রহনকারী দলগুলোর জার্সি উন্মোচন করেন।