টাঙ্গাইলের সুযোগ্য জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম বলেন, পর্যায়ক্রমে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধার প্রকল্পের আওতায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সিল্ক বেসিন ও গাইড বাঁধ নির্মান প্রকল্পের ক্ষতিগ্রস্থ ভুমি মালিকদের ক্ষতিপূরণের চেক তুলে দেয়া হবে।
বুধবার (১১ মার্চ) সকালে কালিহাতীর গড়িলাবাড়ি গ্রামে ক্ষতিগ্রস্থ ৬৬ জন ভুমি মালিকের হাতে প্রায় ১৫ কোটি টাকার চেক প্রদান অনুষ্ঠানে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম এই প্রতিশ্রুতি দেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোস্তারী কাদেরীর সভাপতিত্বে চেক প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নিপা, কালিহাতীর সহকারী কমিশনার (ভুমি) শাহারিয়ার রহমান, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীর প্রকৌশলী আব্দুর রাজ্জার ও ভুমি অধিগ্রহন কর্মকর্তা সুখময় সরকার।