বাসাইল প্রতিনিধি : টাঙ্গাইলের বাসাইলে খাল খননের নামে ব্যক্তিগত সম্পত্তি কেটে ফসল নষ্ট করার প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালন করেছে এলাকাবাসী।
মঙ্গলবার দুপুরে সুন্দরী খালের পাশে উপজেলার হাবলা ইউনিয়নের সোনালীয়া ও ছয়শত গ্রামের ভোক্তভোগীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে ভোক্তভোগীরা অভিযোগ করে বলেন, আমাদের নিজ নামে রেকর্ডের জমিতে খাল খনন করা যাবে না।
আমাদের এই জমিতে আবাদ করি। আমরা যদি ফসল আবাদ করতে না পারি তাহলে আমাদের না খেয়ে থাকতে হবে।
আমাদের জমিতে সরিষা রোপন করেছি। এই রেকর্ডের জমি কেটে ফসলের উপর মাটি ফেলে ফসল নষ্ট করছে।
এই খাল খনন বন্ধ করা হোক। সেই সাথে জমির ক্ষতিপুরনের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন- হাবলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান নাদু, ইউপি সদস্য সুজন, ইউপি সদস্য ফজলুল হক, জমির মালিক বিমলা রানী সরকার, সূর্য বানু, সুরেশ চন্দ্র মন্ডল, মো. আলী আযমসহ অনান্য ভোক্তভোগী জমির মালিকরা।
উল্লেখ্য, পানি সম্পদ মন্ত্রনালয় ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আত্ততাধীন ৬৪টি জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল ও জলাশয় পূনঃখনন প্রকল্পের (১ম পর্যায়) (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া এলাকায় সুন্দরী খাল ও সুন্দরী শাখা খাল পূনঃখনন চলতি বছরের ১৬ জানয়ারি শুরু হয়।
এ কাজের প্রাক্কালিত মূল্য ধরা হয়েছে ১ কোটি ৫৬ লাখ, ৯৩ হাজার ৩৪০ টাকা।
মেসার্স এম রহমান নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান খাল পূনঃখননের কাজ করছে। সম্পাদনা – অলক কুমার