আগামী মাসের শুরুতে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হবে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলন। সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠকের প্রস্তাব দিয়েছে ঢাকা।
প্রধান উপদেষ্টার চীন সফরের পর এই বৈঠকের সম্ভাবনা নিয়ে আলোচনা বাড়ে। তবে শুক্রবার (২১ মার্চ) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, এ বিষয়ে এখনো কোনো আপডেট নেই। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসও একাধিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এই বৈঠকের সম্ভাবনা খুবই কম।
এর আগে, ২০২৩ সালে নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনের সময়ও একই ধরনের বৈঠকের অনুরোধ করেছিল ঢাকা, কিন্তু ভারত সাড়া দেয়নি।
আগামী ২-৪ এপ্রিল ব্যাংককে বিমসটেক সম্মেলন অনুষ্ঠিত হবে। ৩ এপ্রিল ব্যাংকক যাচ্ছেন প্রধান উপদেষ্টা, ৪ এপ্রিল ঢাকায় ফেরার কথা রয়েছে তার।