আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলে অ্যাপার্টমেন্ট বিল্ডিং ধসে পড়ে অন্তত আটজন নিহত হয়েছেন।
নিখোঁজ আছেন পাঁচজন। ধসে পড়া ভবন থেকে আরও চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উত্তর-পূর্ব পার্নামবুকো রাজ্যের রেসিফ শহরে এ দুর্ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে আট বছর বয়সি এবং পাঁচ বছর বয়সি দুটি শিশু রয়েছে।
ড্রোন ফুটেজে দেখা গেছে, চারতলা অ্যাপার্টমেন্ট বিল্ডিং ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
অগ্নিনির্বাপক ও উদ্ধারকর্মীরা বেঁচে যাওয়াদের সাহায্য করতে ছুটে এসেছেন।
তাৎক্ষণিকভাবে পরিষ্কার করা যায়নি কী কারণে ধসের ঘটনা ঘটেছে।
শুক্রবার সকালে যখন দুর্ঘটনাটি ঘটে তখন বাসিন্দারা ঘুমাচ্ছিলেন।রেসিফ প্রায় দেড় মিলিয়ন বাসিন্দার উপকূলীয় শহর।
সাম্প্রতিক দিনগুলোতে শহরটি ভারি বৃষ্টিপাতের সঙ্গে লড়াই করছে।
পার্নামবুকোর গভর্নর রাকেল লাইরা বলেন, ‘আরও বৃষ্টি হতে পারে। স্থানীয়দের নিরাপদে অবস্থানের পরামর্শ দিচ্ছি।’
সূত্র: বিবিসি