টাঙ্গাইল প্রতিনিধি : গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক ও উচ্চতর সদস্য শাকিল উজ্জামান বলেছেন, ৫২ এর ভাষা আন্দোলনে শহীদদের আত্মত্যাগই আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে কাজ করার অনুপ্রেরণা। আজকে আমরা যে বাংলা ভাষায় কথা বলি সেটা অনেক রক্তের বিনিময়ে পেয়েছি। ভাষা শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিকালে টাঙ্গাইলের জালফৈ হযরত আলী নূরানী ও ফাফিজিয়া মাদরাসায় এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, রাস্তায় পরিবহনে চাঁদাবাজির কারণে কৃষক তার পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না। এর ফলে কৃষকদের উৎপাদিত পণ্য ঢাকায় বেশি মূল্যে কিনতে হচ্ছে। চাঁদাবাজির বিরুদ্ধে সরকারকে কঠোর হতে হবে। রমজানে প্রায় সময় আমরা দেখতে পাই দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। ফলে সমাজের নিম্নআয়ের মানুষের জন্য পরিবার নিয়ে চলতে কষ্ট হয়। সরকারের প্রতি আহবান রমজানে যেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা হয়।
এ সময় টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদ যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে ও মশিউর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মনিরুজ্জামান মিয়া, সাধারণ সম্পাদক শামীমুর রহমান সাগর, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ফাহাদুল ইসলাম, সাধারণ সম্পাদক নবাব আলী প্রমুখ।