সরকারের সমালোচনার পাশাপাশি উন্নয়ন ও ইতিবাচক দিকগুলোও তুলে ধরার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, সরকারের কোনো ভালো দিক যারা দেখতে পান না, তারা আসলে অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন না। সমালোচনা করা দরকার, তবে তা ভারসাম্যপূর্ণ হতে হবে।
সোমবার (৪ আগস্ট) ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আয়কর, মূসক ও কাস্টমস কার্যক্রম নিয়ে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা আরও বলেন, “আমার অনেক জুনিয়র অর্থনীতিবিদ শুধু সরকারের ভুল ও নেতিবাচক দিকগুলোই দেখেন। শুধু বলেন এটা নেই, ওটা নেই—কিন্তু ভালো দিকগুলোও দেখা দরকার।”
তিনি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সুনাম রক্ষার পরামর্শ দিয়ে বলেন, “এনবিআরের ডিজিটাল রূপান্তরের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব।”
সেমিনারে তিনি ২০২৫-২৬ কর বছরের ই-রিটার্ন কার্যক্রমের উদ্বোধন করেন এবং বলেন, “প্রযুক্তিনির্ভর ব্যবস্থা কর সংগ্রহকে আরও সহজ ও কার্যকর করবে।”