ভূঞাপুরে টিকা নিতে আসা ছাত্রীরা ইভটিজিংয়ের শিকার; বখাটেদের হামলা

ভূঞাপুর সংবাদদাতা : টাঙ্গাইলের ভূঞাপুরে করোনাভাইরাসের টিকা নিতে আসা ছাত্রীরা ইভটিজিংয়ের শিকার হয়েছে।

এর প্রতিবাদ করলে করায় বহিরাগতরা হামলা চালায়। এতে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে।

বুধবার (১৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে ঘটনাটি ঘটে।

এ সময় টিকা নিতে আসা শিক্ষার্থীদের ওপর বখাটে বোরহান ও শাকিবের নেতৃত্বে একদল বহিরাগত হামলা চালায়।

হামলায় ওই এলাকায় উত্তেজনা দেখা দিলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, ভূঞাপুরে বুধবার সকাল থেকে শিক্ষার্থীদের করোনার টিকা দেয়া হচ্ছিল।

উপজেলার বলরামপুর উচ্চ বিদ্যালয়, টেপিবাড়ি উচ্চ বিদ্যালয়, তালুকদার সিরাজ আলী উচ্চ বিদ্যালয়, জুংগীপুরের রুলীপাড়া উচ্চ বিদ্যালয়, ফকির মাইন উদ্দিন উচ্চ বিদ্যালয়, খন্দকার কুলসুম জামান উচ্চ বিদ্যালয়, ভদ্রশিমুল উচ্চ বিদ্যালয়, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়, বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ, আলহাজ হায়দার আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, কয়েড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শালদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপজেলা পরিষদ হলরুমে টিকা দেয়া হয়।

এর আগে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা লাইনে দাঁড়ায়।

এ সময় ক্যান্টনমেন্টের ছাত্রীদের উত্ত্যক্ত করে আনার খাঁ পাড়ার মর্তুজ আলীর ছেলে বোরহান (১৯) ও ছাব্বিশা গ্রামের শাকিব (১৮); অন্য শিক্ষার্থীরা এর প্রতিবাদ করে।

পরে ওই দুই বহিরাগত ফোনে আরও কয়েকজনকে এনে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। হামলায় বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ৫ শিক্ষার্থী আহত হয়।

এ ঘটনায় উপজেলা পরিষদ চত্বরে উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কর্তৃপক্ষ ও প্রশাসনের বক্তব্য – 

ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফাহিম ফয়সাল বলেন, ‘আমরা ঘটনাস্থলে হামলায় আহত দুই শিক্ষার্থীকে পেয়েছিলাম।

হামলাকারী শাকিবের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।

তবে এ বিষয়ে ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মনির সিদ্দিকী বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। পরবর্তীকালে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহীনুর ইসলাম বলেন, ‘টিকা দেয়াকে কেন্দ্র করে বহিরাগতদের সঙ্গে শিক্ষার্থীদের ঝামেলার সৃষ্টি হয়েছিল। পরে প্রশাসনের সহযোগিতায় বিষয়টি মীমাংসা হয়েছে।’

এ বিষয়ে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহান বলেন, ‘বহিরাগতদের সঙ্গে ঘটনা ঘটেছে কি না সেটা আমার জানা নেই।’ সম্পাদনা – অলক কুমার