ভূঞাপুর সংবাদদাতা : টাঙ্গাইলের ভূঞাপুরে দুই গ্রুপ আলাদা আলাদাভাবে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে।
এতে একটি গ্রুপে নেতৃত্ব দেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির; অপরদিকে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ।
বুধবার (৪ জানুয়ারি) দুপুর একটার দিকে স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
পরে শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভূঞাপুর ইব্রাহীম খাঁ সরকারি কলেজ মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।
আরো পড়ুন – বাসাইলের নথখোলার ভূক্তভোগীদের জিজ্ঞাসা – বালুখেকোদের এতো শক্তি কোথায়?
উপজেলা ছাত্রলীগের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নার্গিস বেগম, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহসভাপতি গোলাম কিবরিয়া বড় মনির, সংসদ সদস্য ছোট মনিরের সহধর্মিনী ঐশী খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম তালুকদার মোহন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম, ফলদা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু, আজহারুল ইসলাম, আব্দুল খালেক, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মাহমুদুল হাসান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমান, পৌর ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান, ইবরাহীম খাঁ কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক টিয়া প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকীতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে অনুষ্ঠানে যোগ দেয়।
অপরদিকে সকাল ১২টার দিকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে উপজেলা আওয়ামী লীগের সভপতি মাসুদুল হক মাসুদের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়।
পরে শোভাযাত্রাটি ভূঞাপুর বাসস্ট্যান্ড ঘুরে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পৌর শহর শাখা ছাত্রলীগের সভাপতি ইমরান চকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শাহীনুর ইসলাম তরফদার বাদল; অর্জুনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী মোল্ল্যা; গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম আমিন; ভূঞাপুর শহর শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হায়দার আলী প্রমুখ।
অনুষ্ঠান শেষে উপজেলা ছাত্রলীগের আয়োজনে ইবরাহীম খাঁ কলেজ মাঠে সাংস্কতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।