জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম মানেনি ভূঞাপুর ভূমি অফিসসহ কয়েকটি প্রতিষ্ঠান। ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশের সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। ২৪ এপ্রিল (বৃহস্পতিবার) থেকে ২৬ এপ্রিল (শনিবার) পর্যন্ত সারা দেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে, এই রাষ্ট্রীয় শোকের প্রথম দিনেই জাতীয় পতাকা উত্তোলনের বিধি উপেক্ষিত হয়েছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায়।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সরেজমিনে ঘুরে দেখা যায়, ভূঞাপুর উপজেলা ভূমি অফিস, ভূঞাপুর ফাযিল মাদ্রাসা, ইবরাহীম খা সরকারি কলেজ, উপজেলা রিসার্চ সেন্টার এবং ঘাটান্দি হায়দার আলী উচ্চ বিদ্যালয়সহ একাধিক প্রতিষ্ঠানে জাতীয় পতাকা সঠিক নিয়মে অর্ধনমিত রাখা হয়নি। প্রজ্ঞাপন অনুযায়ী এটি স্পষ্টতই বিধি লঙ্ঘন।
এ বিষয়ে স্থানীয় সচেতন নাগরিকরা বলেন, “জাতীয় পতাকার সঠিক মর্যাদা রক্ষা করা প্রতিটি প্রতিষ্ঠানের দায়িত্ব। এ ধরনের গাফিলতি দুঃখজনক এবং রাষ্ট্রীয় শোক পালনের প্রতি চরম অবহেলা প্রকাশ করে।” তবে ব্যতিক্রমও রয়েছে। ভূঞাপুর উপজেলা প্রশাসন কার্যালয়, ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে যথাযথভাবে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে, যা প্রজ্ঞাপন অনুযায়ী সঠিক বিধিপালনের প্রতিফলন।
এবিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম বলেন, পতাকা উত্তোলনের দায়িত্ব পালনকারী অফিস সহায়ক ভুলভাবে পতাকা উত্তোলন করেন। পরবর্তীতে আমি অফিসে ঢুকে বিষয়টি খেয়াল করি এবং সঠিকভাবে পতাকা উত্তোলন করা হয়। দায়িত্ব অবহেলার কারনে তাকে কারন দর্শানোর জন্য বলা হয়েছে।
উল্লেখ্য, বুধবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে জানায়, পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশ সরকার ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত রাষ্ট্রীয় শোক পালন করবে। এই সময়ে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়া, পোপ ফ্রান্সিসের আত্মার শান্তির জন্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করার নির্দেশও দেওয়া হয়েছে।