ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকায় কোস্ট গার্ডের অভিযানে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে। বুধবার (২৮ মে) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেন।
আটক ব্যক্তিরা হলেন—মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের মো. রাফেজ (৪১) ও দৌলতখান উপজেলার দক্ষিণ জয় নগর ইউনিয়নের মো. মাকসুদুর রহমান।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে কোস্ট গার্ডের ইলিশা স্টেশন সদস্যরা একটি বিশেষ অভিযান চালান। অভিযানে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ তাশরীফ-১ তল্লাশি করে হরিণের মাংসসহ দুইজনকে আটক করা হয়।
পরে জব্দকৃত মাংসসহ আটককৃতদের ভোলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। কর্মকর্তারা জানান, কোস্ট গার্ডের নিয়মিত নজরদারির ফলে উপকূলীয় এলাকায় অপরাধ দমনে সফলতা পাওয়া যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।