টাঙ্গাইলের মধুপুর উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ দোকানিকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কাকরাইদ, মোটের বাজার, গারো বাজার এবং মধুপুর পৌরসভার সেগুন বাগান এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন মধুপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। এ সময় ২০২৩ সালের ঔষধ ও কসমেটিকস আইনে ৫টি মামলায় ৫ দোকানিকে অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে প্রসিকিউশন পরিচালনা করেন টাঙ্গাইল জেলার ঔষধ তত্ত্বাবধায়ক আবু জাফর প্রাং এবং সার্বিক সহায়তা করে মধুপুর সেনা ক্যাম্পের একটি দল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া জানান, বাজারে ভেজাল ও অবৈধ পণ্য নিয়ন্ত্রণে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।